Thursday, November 27

শোকাহত বিসিবি


ঢাকা: অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে গিয়ে প্রতিপক্ষ বোলারের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পাবার পর থেকেই হাসপাতালে ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দুইদিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার তিনি পরপারে চল যান। হিউজের এই অকাল প্রয়াণে বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বোর্ড পরিচালকবৃন্দ তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এক বার্তায় বলেছেন, ‘লড়াকু মানসিকতার প্রতিরূপ ছিলেন ফিলিপ হিউজ। বিশ্ব ক্রিকেট অবশ্যই তার অনুপস্থিতি অনুভব করবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ফিলিপের পরিবার, বন্ধু এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারকে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। একইসাথে তার আত্মার শান্তি কামনা করছি।’ ফিলিপ হিউজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডের আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলে এক মিনিট নীরবতা পালন করবেন এবং খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পড়ে মাঠে নামবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়