Monday, November 10

টাকার “সন্ধানে” বাফুফে


ঢাকা: বিদেশি কোচ নিয়োগের সাম্প্রতিক অভিজ্ঞতা বাফুফের জন্য সুখকর নয়। উচ্চ বেতনে দুই ডাচ কোচকে এনে ১৬ মাসের মাথায়ই তাঁদের বিদায় দিতে হয়েছে। বেতনের সংস্থান করতে না পেরেই কোচ এনে বাফুফে পড়েছিল বিব্রতকর অবস্থায়। শেষ পর্যন্ত লোডভিক ডি ক্রুইফকে বরখাস্ত করার ঘোষণা এসেছিল, যদিও ডি ক্রুইফ সমঝোতার মাধ্যমেই কদিন আগে ছেড়ে গেছেন বাংলাদেশ। তাঁর সহকারী রেনে কোস্টার হল্যান্ডে গিয়ে আর ফেরেননি। সেই নাটকীয় অধ্যায়ের পর এখন বলা হচ্ছে, বেতনের জন্য একটা ‘স্থায়ী উৎস’ খুঁজেই এবার কোচ নিয়োগ করা হবে। সেই ‘উৎসের সন্ধান’ নাকি এখনো চলছে। কিন্তু তাতে কী, কোচ নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। স্লোভেনিয়ান একজন কোচ ঢাকা এসেছেন। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তিনি দেখাও করেছেন। খুব বেশি কথা অবশ্য হয়নি, আগামীকাল সালাউদ্দিন সময় নিয়ে বসবেন স্লোভেনিয়ান কোচের সঙ্গে। ‘ইচ্ছার সঙ্গে মতের মিল’ মিল হলে তাকে জাতীয় দল অথবা একাডেমি দলের কোচ করা হতে পারে। তবে সবার আগে চিন্তা কিন্তু ওই টাকা নিয়ে। সেটা পেলেই হয়!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়