Friday, November 28

অতীতকে মুছে ফেলতে চাই


নাটকে দাপটের সঙ্গেই অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। পাশাপাশি চলচ্চিত্রেও শুরু করেছেন কাজ। দুই মাধ্যমে সমান ব্যস্ত তিনি। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের 'আলাপন' বিভাগে ।শুনলাম খল চরিত্রে আবারও আপনাকে দেখা যাবে... হ্যাঁ। নাসিরউদ্দিন ইউসুফের 'গেরিলা' ছবিতে দর্শক আমাকে যেভাবে দেখেছেন, এবার তার ব্যতিক্রম হবে। পিএ কাজলের 'চোখের দেখা' ছবিতে আমাকে সমাজের নিচু স্তর থেকে উঠে আসা এক মন্দ লোকের ভূমিকায় দেখা যাবে। আমি আমার অতীতকে মুছে ফেলতে চাই। গেরিলা ছবিতে পাকিস্তানি মেজর চরিত্রটির প্রভাব কি এ ছবির চরিত্রে পড়বে? না, কখনোই না। আমি যথাসাধ্য চেষ্টা করছি মেজর সরফরাজ যেন কোনোভাবেই এ চরিত্রটিকে প্রভাবিত করতে না পারে। তাছাড়া আমি চাই আমার প্রতিটি চরিত্রই যেন আলাদা হয়। বিবিসির নাটকে অভিনয় করছেন। অভিজ্ঞতা কেমন? আসলে তারা সময় ধরে কাজ করে। তাই মানও ঠিক থাকে। তাছাড়া পারিশ্রমিকটাও বেশ ভালো। নাটক করতে তো মাঝে মাঝে দেশের বাইরে যেতে হয়... তা তো হয়ই। তবে দেশের বাইরে গেলে অমানুষিক পরিশ্রম করতে হয়। সময় খুব কম থাকে। তাই এক দিনে অনেকগুলো দৃশ্য ধারণ করা হয়। আর সেখানে অভিনয়শিল্পীরাই একাধারে পরিচালকের সহকারী থেকে শুরু করে কারিগরি দিক সামলায়। এখানে আমি সবসময়ই সহকারী পরিচালক হিসেবে কাজ করি। পান্ডুলিপি পর্যবেক্ষণ করি। মঞ্চনাটকে তো সময় দিচ্ছেন না আপনি... খুব কষ্টকর হলেও সত্য। সে সময়টা মেলাতে পারছি না। তবে মঞ্চে কাজ করব। সেটা খুব শিগগিরই। মঞ্চে নির্দেশনা দেয়ার ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়