কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্রিকেট মাঠে মর্মন্তুদ দুর্ঘটনায় নিহত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের একনজরে সংক্ষিপ্ত জীবনী-
১৯৮৮ সালের ৩০ নভেম্বর নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিলে জন্মগ্রহণকারী ফিলিপ হিউজ পরিবারের সঙ্গে কলার খামারে বেড়ে ওঠেন। বাঁ-হাতি এ ব্যাটসম্যান ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে ১৬ বছর বয়সে সিডনি পাড়ি জমান।
২০০৭ সালের নভেম্বরে নিজের ১৯তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) হয়ে তাসমানিয়ার বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। যে ম্যাচে এনএসডবিস্নউ ইনিংসে জয়ী হয়। ১৯৯ বলে ৫১ করেন হিউজ।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে টেস্ট ডেব্যু হয়। প্রথম ইনিংসে ডেল স্টেইনের ৪ বল খেলে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করেন হিউজ। যে ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া এবং এ বছরের মার্চে ডারবানে টেস্টের উভয় ইনিংসেই শতক (১১৫ ও ১৬০ রান) হাঁকান। ২০ বছর বয়সে একই টেস্টে দুইবার শতক হাঁকিয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জর্জ হেডলির ৭৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি।
২০১০ সালের আগের বছর অ্যাশেজ সিরিজে অত্যন্ত বাজে পারফরম্যান্সের কারণে দলে ব্যাকআট টেস্ট ওপেনার হিসেবে ঠাঁই হয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে ৮৬ রান করেন। যে ম্যাচে অজিরা জয়ী হয়।
২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে জায়গা হয়। কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে ১২৬ হাঁকান। যে ম্যাচটি ড্র হয়।
২০১৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মেলবোর্নে অভিষেকেই ১১২ রান করেন হিউজ।
২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি খেলেন হিউজ। মাত্র ৬ রান পেলেও ম্যাচটিতে অস্ট্রেলিয়া জয়ী হয় এবং এ বছরের নভেম্বরে সিডনিতে ঘরোয়া ক্রিকেট ম্যাচে বাউন্স বলে মাথায় আঘাত পেয়ে ২৬তম জন্মদিনের মাত্র তিন দিন আগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Friday, November 28
এ সম্পর্কিত আরও খবর
মনিটাইজেশন আরও সহজ করছে ফেসবুকফেসবুক হলো মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২
রমজান উপলক্ষে 'প্রজন্ম প্রজেক্ট ফাউন্ডেশন'র খাদ্য সহায়তা পেল ৫৫০ পরিবারনিজস্ব প্রতিবেদক ::পবিত্র রমজান মাস উপলক্ষে এবারও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অর
নারী বিশ্বকাপ: আয়োজক বাংলাদেশ, খেলা হবে আরব আমিরাতেকানাইঘাট নিউজ ডেস্ক:গত কয়েকদিনের চলমান শঙ্কারই প্রতিফলন ঘটালো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্ট
ইতিহাসের প্রথম জুমা যেমন ছিল‘জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্ত
বিড়াল পোষা সুন্নত কী? বিড়াল গৃহপালিত অতি আদুরে ছোট একটি প্রাণী। ইসলামে বিড়াল পোষা জায়েজ। অনেক সাহাবি বিড়াল পাল
সর্বসাধারণের কাছে সমাদৃত এক বুজুর্গ আলেমইলিয়াস মশহুদ::আলেম-উলামার অঞ্চল নামে খ্যাত সিলেট জেলার কানাইঘাট উপজেলা একটি আলোকিত জনপদ। এ জনপদে জন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়