Friday, November 28

বঙ্গোপসাগরে ট্রলারডুবি নিখোঁজ ২৬, লাশ উদ্ধার


ঢাকা: বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ২৯ মাঝি-মাল্লা নিয়ে ‘এফভি বন্ধন’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১ জনের মৃতদেহ ও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটের দিকে কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফভি ‘বন্ধন’ নামের একটি মাছ ধরার ট্রলার (ফিশিং ভেসেল) ২৯ জন মাঝিমাল্লাসহ ডুবে যায়। এফভি বন্ধনের মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিনের ভাষ্য, রাতে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মাছ ধরার সময় একপর্যায়ে জাহাজটি খুব কাছে চলে এলেও ট্রলার ঘুরিয়ে পাশ কাটানো সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে বিভিন্নভাবে বসুন্ধরা-৮ জাহাজটিকে সতর্ক সিগন্যাল দিলেও জাহাজটি ট্রলারটিকে ধাক্কা মেরে চলে যায়। তবে বসুন্ধরা-৮ জাহাজের কর্মকর্তারা ট্রলারটিকে ধাক্কা মারার বিষয়টি নৌবাহিনীর কাছে অস্বীকার করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়