Monday, November 24

সুরঞ্জিতের বক্তব্য কল্পনাপ্রসূত: ছাত্রলীগ সভাপতি


ঢাকা: নিজ সংগঠনের পদ বাণিজ্য নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের দেওয়া বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতার ওই বক্তব্যকে অসত্য ও কল্পনাপ্রসূত বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে সোহাগ এ চ্যালেঞ্জ জানান। প্রসঙ্গত, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সোমবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তদন্ত কমিটি করে দোষিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান সুরঞ্জিত। তিনি বলেন, দলের প্রধান ও দেশের প্রধানমন্ত্রী তদন্ত করে দেখুন ওখানে ছাত্রলীগের কতটা পদ বাণিজ্য, কতটা ভর্তি বাণিজ্য ও কতটা নীতি-আদর্শের ন্যায্যতা রয়েছে। সুরঞ্জিত সেনগুপ্তের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোহাগ বিবৃতিতে বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে তিনি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এই বিষয়ে যে কোনো জায়গায় সকল গণমাধ্যমের উপস্থিতিতে তার সঙ্গে বসতে চাই। তাকে প্রমাণ করতে হবে যে সিলেটের কমিটিতে বাণিজ্য হয়েছে নতুবা তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, তিনি (সুরঞ্জিত সেন) একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং আমাদের নিকট শ্রদ্ধার পাত্র। তার কাছ থেকে ছাত্রসমাজ এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। তার উচিত ছিল একটু ভেবেচিন্তে বক্তব্য প্রদান করা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়