Sunday, November 30

ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ায় মাকে নালিশ!


কানাইঘাট নিউজ ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কে কেউ আপনার সম্পর্কে অশালীন মন্তব্য করলে বা ধর্ষণের হুমকি দিলে সাধারণত কী করবেন? মন্তব্যকারীকে উল্টো দু’-চার কথা শুনিয়ে দিতে পারেন। তাকে ব্লক করতে পারেন। নিদেনপক্ষে পুলিশের সাইবার ক্রাইম সেল-এ অভিযোগও জানাতে পারেন। কিন্তু তার মা-কে নালিশ করবেন কি? ১০০ জনের মধ্যে ৯৯ জনই বলবেন ‘না’। ওই বাকি একজন থাকেন অস্ট্রেলিয়ায়। নাম আলানা পিয়ের্স। তিনি ঠিক এ কাজটাই করে মন্তব্যকারীদের অভিনব শাস্তির ব্যবস্থা করেছেন। বছর একুশের এই তরুণী পেশায় এক জন সাংবাদিক। যখন তাঁর ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং পেজে কেউ অশালীন মন্তব্য করেন তিনি মন্তব্যকারীর অভিভাবকদের খুঁজে তাঁদের এ কথা জানিয়ে টুইট বা মেসেজ পাঠান। আলানা জানান, ‘কয়েকটি অল্প বয়স্ক ছেলে আমার ফেসবুক পেজে ধর্ষণের হুমকি দিয়ে বা যৌন ইঙ্গিত করে পোস্ট করছিল। আমি সটান তাদের অভিভাবকদের খুঁজে তাঁদের ঘটনাটি জানাই। তাঁরাও অবশ্য ব্যাপারটি নিয়ে অবাক হয়েছিলেন। তবে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তাঁদের প্রতিক্রিয়াও ঠিক তেমনটাই ছিল। সব থেকে আশ্চর্ষের বিষয়, এই ঘটনা জানিয়ে করা টুইট বা ফেসবুক পোস্টগুলিতে লাইকের সংখ্যা হু-হু করে বাড়ছে। আলানার করা টুইটে আরও ১৯ হাজার প্রত্যুত্তর এসেছে। আলানর স্পষ্ট মতবাদ, ‘আমি এই সব অশালীন মন্তব্যকারীদের একটাই কথা বলতে চাই, গালাগাল করা বা ধর্ষণের হুমকি দেওয়ার জন্য কোনও কারণই যথেষ্ট নয়। আর ইন্টারনেট বিকৃত যৌন মানসিকতা জাহির করার জায়গা নয়। আমার কাজে যদি এগুলো বন্ধ হয়, আর এটা দেখে যদিও অন্যরাও এগিয়ে আসে তাহলে এ কাজ আরও সহজ হবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়