Sunday, November 2

কানাইঘাট সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় সীমান্তবর্তী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল খালিক (২০) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা। তবে সে জীবিত অবস্থায় আছে না মারা গেছে এ ব্যাপারে সীমান্তবর্তী ধনা বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষের কাছ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। জানাযায়, আজ রবিবার বিকেল অনুমানিক ৪টার দিকে বাংলাদেশের সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের আতাউর রহমান আতাইর পুত্র আব্দুল খালিক ও একই গ্রামের নুরুল হকের পুত্র খালিক আহমদ সহ কয়েকজন সীমান্তবর্তী ভারতের একটি খাসিয়া পুঞ্জি থেকে সুপারি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এসময় ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা গুলি করে গুরুতর আহত অবস্থায় আব্দুল খালিক কে ধরে নিয়ে যায়। পরবর্তীতে আব্দুল খালিকের সহযোগী খালিক আহমদ বিষয়টি ধনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার মামুনুর রশিদকে অবহিত করলে তাঁকে বিজিবি সদস্যরা আটক করে পুরো ঘটনাটি জেনে ভারতের উকিয়াং বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করে ব্যার্থ হন। স্থানীয় লোকজন জানিয়েছেন, ভারতীয় সীমান্তরী বিএসএফ অথবা ভারতীয় খাসিয়ারা গুলি করে আব্দুল খালিককে হত্যা করে ভারত সীমান্তে লাশ ফেলে রেখেছে, এমন খবর তারা পেয়েছেন। এ ব্যাপারে ধনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মামুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি‍"কানাইঘাট নিউজকে" বলেন, আব্দুল খালিক নামে এক বাংলাদেশীকে ভারতীয় খাসিয়ারা গুলি করে তাকে ধরে নিয়ে গেছে বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে সে জীবিত না মৃত এ ব্যাপারে তাঁরা ভারতের উকিয়াং বিএসএফ ক্যাম্পের সাথে বার বার যোগাযোগ করেও ব্যার্থ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থল এলাকায় অবস্থান করছেন। অপরদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, বিএসএফ’র সদস্যরা আব্দুল খালিক নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় তারা নিয়ে গেছে এমন খবর তিনি শুনেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়