Saturday, November 22

সরকারের আচরণ কড়ায়-গণ্ডায় পরিশোধ করা হবে: ফখরুল


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর যে নৃশংস, বিকৃত ও অমানবিক আচরণ করছে তা কড়ায় গণ্ডায় পরিশোধ করা হবে। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর থেকে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা লায়ন মো. আনোয়ার হোসেন উজ্জলকে ধরে নিয়ে শারীরিকভাবে যে নির্যাতন করে তার প্রতিবাদে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা অবিরাম পুলিশ ও র‌্যাব বাহিনীকে দিয়ে যে অমানবিক ও আইন বহির্ভূত ন্যাক্কারজনক আচরণ করে যাচ্ছে তাতে তাদের বাকশালী চরিত্রের অব্যাহত নগ্ন বহিঃপ্রকাশ ঘটছে। সরকারের ফ্যাসিবাদী আচরণের পরিণতি দেশে-বিদেশে কোনদিনই শুভ ফল বয়ে আনে না। তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীন ভোটারবিহীন সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার যে দূরভিসন্ধি এঁটেছে তা কোনওদিনই বাংলাদেশের মানুষ সফল হতে দিবে না। মির্জা ফখরুল সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে ফ্যাসিবাদী আচরণ থেকে সরে না এলে জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তাদের দাবি আদায় করে নেওয়া হবে। তিনি অবিলম্বে আনোয়ার হোসেন উজ্জলকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়