Sunday, November 30

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা মোদির


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ ফেরত পাঠানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসামে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে রবিবার নরেন্দ্র মোদি এ কথা বলেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, ‘আমি আসামের জনগণের অবস্থা বুঝি। আমরা সব সময় আসাম তথা দেশের স্বার্থের কথা চিন্তা করব। যে সব বাংলাদেশী অবৈধভাবে আসাম এসেছে এবং আপনাদের ঝামেলায় ফেলছে, তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমি আমার জন্মভূমির সেবা করার জন্যই ঘর ছেড়েছি। আসামও আমার মায়ের মতো।’ গোহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দেওয়া ওই ভাষণে মোদি আরও বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি যে, আমি আপনাদের সব ধরনের সহযোগিতা দেব। বর্তমান সরকার আসামের জনগণের স্বপ্নপূরণ করবে এবং উত্তরা-পূর্বাঞ্চলের নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’ সূত্র: ইন্ডিয়া টুডে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়