Wednesday, October 22

ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি বর্বরতা (ভিডিওসহ)


কানিউজ ডেস্ক : গত জুনে প্রায় ৫০ দিন ধরে ফিলিস্তিনিদের ওপর নির্মম বর্বরতা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলি নরপিশাচদের হাতে থেকে বাদ যায়নি নারী এমনকি শিশুরাও। কিন্তু সেই বর্বরতা এখনো থামেনি। এবার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের এক প্রতিবন্দ্বী শিশুকে নিপীড়নের অভিযোগ ওঠেছে। এ অভিযোগ তুলেছে খোদ ইসরায়েলি একটি মানবাধিকার সংস্থা। বুধবার আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, অধিকৃত পশ্চিমতীরের হেবরন এলাকায় দুই ইসরায়েলি সেনা ১১ বছর বয়সী এক প্রতিবন্দ্বী শিশুকে পেছন দিক থেকে হাত বেঁধে নির্যাতন করছে। গত রবিবার ওই ভিডিওটি ধারণ করা হয়। ইসরায়েলি সেনাদের দাবি, ওই শিশু তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’সেলেম জানায়, বোবা শিশুটিকে হ্যান্ডকাফ পরিয়ে ও চোখ বেঁধে ওপর করে জিপের ভেতর শুইয়ে রাখা হয়। এ সময় কাছাকাছি অবস্থানরত ফিলিস্তিনিরা শিশুটি মানসিক প্রতিবন্দ্বী বলে চিৎকার করতে ছিল। সংস্থাটি জানায়, ওই শিশুকে গাড়ির ভেতর ১৫ মিনিটের মতো সময় ওপর করে রাখা হয়। এরপর তার বাবা গিয়ে ইসরায়েলি সেনাদের শিশুটির শরীরিক অসুস্থতার বিষয়টি বুঝানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা গেছে, শিশু নিপীড়নে নিকটস্থ কিরাত আরবা এলাকার ইহুদি বাসিন্দারা সেনাদের উৎসাহ দিচ্ছিলেন। এদিকে গত সোমবার পশ্চিমতীরে এক মেয়েশিশুকে হত্যা ও অপর এক মেয়েশিশুকে মারাত্মকভাবে আহত করেছে এক ইসরায়েলি নাগরিক। তথ্যসূত্র : আলজাজিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়