Monday, October 13

জাতীয় মান প্রণয়ন ও মান এর ব্যবহার নিশ্চিত এর উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মান সংস্থা বিএসটিআই সকল ক্ষেত্রে জাতীয় মান প্রণয়ন ও মান এর ব্যবহার নিশ্চিত এর উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘জাতীয় মান সংস্থা বিএসটিআই সকল ক্ষেত্রে জাতীয় মান প্রণয়ন ও মান এর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, কারিগরি জ্ঞানসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অবদান রাখবে-এটাই আমার প্রত্যাশা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মান দিবস ২০১৪ উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে ‘মান’ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্য ও সেবাখাতে আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ ‘জাতীয় মান’ নির্ধারণকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সামর্থ্য বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য স্টার্ন্ডাস লেবেল দ্যা প্লেয়িং ফিল্ড যা বিশ্ব বাণিজ্যে পণ্য ও সেবার অবাধ সুযোগ সৃষ্টি করতে ‘আন্তর্জাতিক মান’ এর গুরুত্ব বিবেচনায় অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ধরে রাখতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য ও সেবার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করবেন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশীয় পণ্যের গুণগত মান বৃদ্ধি অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী বিশ্ব মান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়