Wednesday, October 29

রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ


কানিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার দুপুরে রায়ের পর রাজধানীর মিরপুর, পল্টন, রামপুরা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী পলাশবাগ মোড় এলাকায় একত্রিত হয়ে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে বিস্ফোরণে কেউ আহত হননি।’ অন্যদিকে বাড্ডা থানার এসআই শাহীনুর ইসলাম জানান, বাড্ডা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আবার মিরপুর ১০ নম্বর এলাকার বিআরটিএর সামনে নিজামীর ফাঁসির রায়ের পর ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ফাঁসির রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। এরপর বিকেল ৩টা ৫ মিনিটে ট্রাইব্যুনাল থেকে নিজামীকে প্রিজনভ্যানে করে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল আইনের বিভিন্ন ধারায় হত্যা, লুট, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ১৬টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রায়ে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আট অভিযোগ থেকে জামায়াত প্রধানকে খালাস দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়