ঢাকা: সীমান্তবর্তী এলাকার সমস্যা সমাধানে সরকারের নির্দেশনা পেল জেলা প্রশাসকেরা (ডিসি)।
শনিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সীমান্তবর্তী জেলাসমূহের ডিসিদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এতে সভাপতিত্ব করেন।
দিনব্যাপী ওরিয়েন্টশন শেষে বিকালে মন্ত্রিপরিষদ সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকার কিছু বিষয় আছে যেগুলো ডিসি-ডিএম স্থানীয়ভাবে আলোচনা করে সমাধান করা যায়। ডিসিরা সীমান্ত ইস্যুগুলো নিয়ে কাজ করে- এজন্য তাদের নিয়ে এই ওরিয়েন্টেশন করলে সীমান্ত নিয়ে যৌথ সম্মেলনে আরো আউটপুট আসবে।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মন্ত্রিপরিষদ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাণিজ্য, নৌ-পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সীমান্তের অনেক বিষয় সম্পর্কিত।
সীমান্ত যৌথ সম্মেলনে দুই দেশের সম্মতিতে এজেন্ডা নির্ধারণ করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, হঠাৎ করে কোন বিষয় এজেন্ডায় আসে না।
এই ওরিয়েন্টশনের মাধ্যমে সম্মেলন হলে সীমান্তবর্তী মানুষের জীবন আরো সুন্দর হবে। সীমান্তবর্তী মানুষের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়বে।
যৌথ সম্মেলন আরো বিস্তৃতভাবে হওয়া উচিত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের ৩২টি সীমান্তবর্তী জেলা রয়েছে। অল্প সময়ে কাভার করা ও এক বিষয় বিভিন্ন জেলার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ১৩টি ক্লাস্টার করা হয়েছে।
বৈঠকে সীমান্তর্বতী জেলার ডিসি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাস্ট্র সচিব মোজাম্মেল হক, পররাষ্ট্রসচিব শহিদুল হক, ভুমি মন্ত্রণালয়ের সচিব মোকলেছুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। এছাড়া বিজিপির মহাপরিচালক।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়