কানিউজ ডেস্ক: দীর্ঘ কয়েক বছর ধরে অনলাইন মার্কেটিং-এর ক্ষেত্রে গুগলের সঙ্গে কেউ পাল্লা দিতে পারেনি। তবে এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নেমে পড়েছে ফেসবুক। সম্প্রতি দেখা গিয়েছে, গুগলের থেকেও দ্রুত গতিতে বাড়ছে ফেসবুকের আয়।
২০১৪ সালে অনলাইন মার্কেটিংয়ের এক তৃতীয়াংশ বিজ্ঞাপন পায় গুগল। কিন্তু ফেসবুকের প্রাপ্তি গত দুবছরে দ্বিগুণ হয়েছে চলতি বছরে। প্রায় ১৩ লাখ ব্যবহারকারী থাকা এই সংস্থা এখানেই থেমে নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চলতি মাসের শুরুতেই ব্যবসা বাড়াতে এনেছে ‘অডিয়েন্স নেটওয়ার্ক’। এর মাধ্যমে মোবাইলে ব্যবহারকারীদের মধ্যে এমনকি অ্যাপসের মাধ্যমেও বিজ্ঞাপন পৌঁছে দেবে ফেসবুক। নতুন এই ব্যবস্থা আগামীদিনে ফেসবুককে ব্যাপক ব্যবসা সফলতা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়