Thursday, October 30

নতুন প্রজন্ম বিধ্বংসী হরতাল বন্ধে সোচ্চার হোন : শিক্ষামন্ত্রী


কানিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২১ লাখ জেএসসি/জেডিসি পরীক্ষার্থীকে চরম ভোগান্তিতে ফেলে তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্যই জামায়াত-শিবির তিনদিন হরতাল দিয়েছে। এটি পরীক্ষার্থীদের জন্য বড় আঘাত। তিনি এ নতুন প্রজন্ম বিধ্বংসী অযৌক্তিক হরতাল বন্ধে সর্বস্তরের জনগণের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জেএসসি/জেডিসি পরীক্ষা ২০১৪ বিষয়ক এক জরুরি পর্যালোচনা সভায় এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস। সভায় মন্ত্রী ২১ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার লক্ষ্যে পরীক্ষার সময় হরতাল দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন । তিনি বলেন, জামায়াত-শিবির ১৯৭১ সালে হত্যা-গুম-খুন-লুটতরাজসহ মানবতাবিরোধী নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল। আজ তারা আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যত ধ্বংস করতে চায়। মানবতাবিরোধী অপরাধের কারণে কোর্ট এসব ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে ন্যায্য রায় দিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, গত ৫ বছর ধরে সবাই জানে ১ নভেম্বর (বন্ধ হলে পরবর্তী খোলার দিন) জেএসসি/জেডিসি পরীক্ষা শুরু হয়। এ বছরও আমরা তিন মাস আগে ২ নভেম্বর রোববার পরীক্ষা শুরুর রুটিন ঘোষণা করেছি। আমাদের কোমলমতি পরীক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই পরীক্ষা অনুষ্ঠানে সম্পূর্ণ প্রস্তুত । তিনি ২১ লাখ শিক্ষার্থীর ভোগান্তির কথা বিবেচনা করে ঘোষিত তিন দিনের হরতাল বন্ধ করার আহ্বান জানান। আজ সভায় শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মো: সোহরাব হোসাইন, এ এস মাহমুদ, যুগ্মসচিবগণ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে গতকাল গঠিত সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনাকারী সমন্বয় কমিটির সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য পরামর্শ দেন। তিনি প্রতিটি শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের কর্মকর্তাদেরকেও সর্বাত্মক সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন প্রশ্নপত্র ফাঁস করা, প্রশ্নপত্রের নামে ভুয়া সাজেশন বের করা বা ফেসবুকে প্রকাশ করাসহ যে কোনো অপতৎপরতা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরীক্ষার্থীদেরকে ভুয়াা প্রশ্নপত্রের পেছনে না ছোটার জন্য আবারও পরামর্শ দেন। জেএসসি/জেডিসি পরীক্ষাকালীন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডসমূহে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর- ৯৫৫০৩৪১ ফ্যাক্স নম্বর- ৯৫১৪১১৪।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়