Tuesday, October 14

খালেদার লিভ টু আপিলের শুনানি ২৭ নভেম্বর


ঢাকা: খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আগামী ২৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি আবদুল ওহাব মিয়া এ দিন নির্ধারণ করে আদেশ দেন। আগামী ২৬ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়। খালেদা জিয়ার শুনানির পক্ষে ছিলেন সুপ্রিমকোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আদেশর বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছিলাম। চেম্বার জজ আদালত ২৭ নভেম্বর দিন ধার্য করেছে। দিন ধার্যের পর এটর্নি জেনারেল নিম্ন আদালতে বিচার কার্যক্রম চলার জন্য আর্জি জানান। কিন্তু বিচারক বলেছেন তিনি এ বিষয়ে কানো আদেশ দিবেন না। ফলে বিষয়টি ২৭ নভেম্বরের আগে বিশষ আদলত-৩ এ এই বিচার কার্যক্রম চলতে পারবে না বলে জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন। ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসু দেব রায় খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়