Saturday, October 18

মানুষের মাথায় শিং!


কানিউজ ডেস্ক: সাধারণত গরু, ছাগল, মহিষের মাথায় শিং উঠতে দেখা যায়। কিন্তু মানুষের মাথায় শিং! এ কথা ভাবাই যায় না। হ্যাঁ, এমন অসম্ভব ঘটনা ঘটতে পারে মানুষের ক্ষেত্রেও। এবং যুগে যুগে কালে কালে এমন ঘটনা বহুবার ঘটেছে পৃথিবী জুড়ে। আমাদের দেহে নখ যেমন ওঠে, তেমনি এটিও সেরকম কিছু। শুধু কপালটাকেই ওঠার জায়গা হিসেবে বেছে নিলে ব্যাপারটা হয়ে ওঠে শিং বা সেরকম কিছু একটা। অনেকটা শিংয়ের আকৃতি বলে অনেকেই বিষয়টিতে অবাক ও ভয় পেয়ে থাকেন। অনেকে তাদের ভয়াবহ দানব বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু এটি তেমন আহামরি কোনো অসম্ভব ব্যাপার না। সাধারণত দেহে হরমোনের তারতম্য হলে এই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে যে যাদের এই ধরনের শিং কপালে উঠেছে তাদের ত্বক শিং ওঠার আগে ফর্সা হয়ে যায় এবং আনুমানিক ৫০ বছরের পর থেকে এই ধরনের শিং গজানোর মত ঘটনা ঘটে থাকে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়