Sunday, October 19

পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হলেন বিলওয়াল ভুট্টো


কানাইঘাট নিউজ ডেস্ক: নিজ দল পাকিস্তান পিপলস পার্টির পুনর্জ্জীবনে লড়াই করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একমাত্র ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি। শনিবার করাচিতে লাখো মানুষের এক সমাবেশে এ কথা বলেন তিনি। পাকিস্তানের বন্দর শহরে অনুষ্ঠিত পিপিপি’র এ সমাবেশের মাধ্যমে ভুট্টো পরিবারের নবীন প্রতিনিধি ২৬ বছর বয়সী বিলওয়ালের রাজনৈতিক জীবন শুরু হল বলে মনে করা হচ্ছে। সমাবেশে পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস জনগণ। আপনারা যদি পাকিস্তানকে রক্ষা করতে চান, তার একমাত্র জবাব হল ভুট্টোইজম এবং পিপিপি।’ সমাবেশটিতে এক লাখ ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিরোধী নেতা হিসেবে বিলওয়ালের আবির্ভাব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য আলাদা চাপ হয়ে দেখা দিবে বলে মনে করছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি জনপ্রিয় বিরোধী নেতা ইমরান খান ও তাহির উল কাদরির কয়েক সপ্তাহের সরকার বিরোধী আন্দোলনে ইতোমধ্যেই রাজনৈতিকভাবে দুর্বল হয়ে আছেন নওয়াজ। প্রসঙ্গত, সাত বছর আগে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে গুলি ও বোমা হামলার শিকার হয়ে বিলওয়ালের মা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন। এর আগে ১৯৭৯ সালে বিলওয়ালের নানা পিপিপি’র প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোকে সামরিক সরকার ফাঁসি দিয়েছিল। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের গত পিপিপি সরকারের শাসনামলে তারা বাবা আসিফ জারদারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়