Saturday, October 11

ধারালো ও চকচকে ছুরি তৈরি আছে, মালালাকে জঙ্গিরা


কানিউজ ডেস্ক: পাকিস্তান তালেবান থেকে বেরিয়ে আসা একটি জঙ্গি সংগঠন মালালা ইউসুফজাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় বেজায় চটেছে। তারা মালালাকে ইসলামের শত্রুদের এজেন্ট বা চর হিসেবে আখ্যায়িত করেছে। তারা মালালাকে উদ্দেশ্য করে বলেছে, ইসলামের শত্রুদের জন্য আমরা ধারালো ও চকচকে ছুরি প্রস্তুত রেখেছি। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে এই হুমকি দেওয়া হয়। মালালাকে হুমকি দানকারী এই সংগঠনটির নাম জামায়াত-উল-আহরার। চলতি বছরের আগস্ট মাসে সংগঠনটি তেহরিক-ই-তালিবান (টিটিপি) থেকে বেরিয়ে আলাদা সংগঠন তৈরি করে। শনিবার রাতে টুইটারের এক পোস্টে সংগঠনটি দাবি করে, মালালাকে ইসলামবিরোধীরা প্রচার-প্রপাগান্ডার জন্য ব্যবহার করছে পশ্চিমারা। সংগঠনটির মুখপাত্র এহসানউল্লাহ এহসান এক টুইটার বার্তায় বলেন, ‘মালালা বন্দুক এবং সশস্ত্র সংগ্রামের বিরুদ্ধে অনেক কথা বলছেন। তিনি কি জানেন না নোবেল পুরস্কারের প্রবর্তক নিজেই ডিনামাইটের মতো ধ্বংসাত্মক বিস্ফোরকের উদ্ভাবক ছিলেন।’ তবে পাকিস্তান তালেবানের মূল সংগঠন টিটিপি এ ব্যাপারে এখনও মুখ খোলেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়