Friday, October 24

হোয়াইট হাউসে ফের অজ্ঞাত অস্ত্রধারী!


কানিউজ ডেস্ক : কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফের মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে প্রবেশ করেছে এক অস্ত্রধারী। এ সময় সিক্রেট সার্ভিসের ডগগুলো অনুপ্রবেশকারীর ওপর আক্রমণ করে। ওই ব্যক্তির নাম ডমিনিক অ্যাডিসেনিয়া (২৩)। তিনি বেল আয়ারের বাসিন্দা। পরে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যাডুইন ডোনোভান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডগগুলো অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। এমনকি তার ওপর আক্রমণও চালায় তারা। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রেসিডেন্টের বাসভবনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। লোকটির হাতে কী ধরনের অস্ত্র ছিল তা স্পষ্ট করে বলেননি তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের সদস্যরা হোয়াইট হাউসে ছিলেন কি না, সেটাও পরিষ্কার নয়। বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের উত্তর লনে এক লোককে ঘিরে রেখেছে সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তাকে বিভিন্ন প্রশ্ন করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত ১৯ সেপ্টেম্বরে অস্ত্রসহ হোয়াইট হাউসে অনুপ্রবেশ করেন এক প্রাক্তন সেনা কর্মকর্তা। হোয়াইট হাউসের একেবারে ভেতরে প্রবেশে সক্ষম হন তিনি। পরে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় গলদ থাকার অভিযোগ ওঠায় সম্প্রতি সিক্রেট সার্ভিসের প্রধান পদত্যাগ করেছেন। তথ্যসূত্র : আলজাজিরা, সিএসবি নিউজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়