Monday, October 6

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আহত


নিজস্ব প্রতিবেদক: পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সকাল ৯ টার দিকে গাছবাড়ী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় শরিফ উদ্দিন কে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিন পরিদর্শনে জানা যায়, গতকাল সকাল ৯ টার দিকে ইউপি সদস্য শরিফ উদ্দিন গাছবাড়ী বাজারে তার বাসা থেকে নারাইনপুর গ্রামে নিজ বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা দিলে আগে থেকে উৎ পেতে থাকা আশিক,আতিক, জলিল,আব্দুল কাদির, আলমগীর, শরিফ, শহিদ সহ ১০/১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ক্রিকেট খেলার ব্যাট, ষ্ট্রাম ও মুগুর দিয়ে হাত ও পায়ের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে ফেলে চলে যায় ।তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কানাইঘাট থানার ওসি কামাল আহমদের নেতৃত্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে ঘটনার সাথে জড়িত সাবেক ইউপি সদস্য আজিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। এ দিকে ইউপি সদস্য শরিফ উদ্দিন এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মাষ্টার রফিক আহমেদ চৌধুরী এবং হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়