Wednesday, October 29

হলুদ রঙে রেলমন্ত্রী


স্টাফ রিপোর্টার : রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক ও তার হবু স্ত্রী হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ। সোনালী রঙের কাতান পাঞ্জাবী পড়ে মঞ্চে এসেছিলেন বর মুজিবুল হক। ফুলে ফুলে সেজেছিলেন কনে হনুফা আক্তার। বর ও কনের গায়ে হলুদ লাগাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সরকারের মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দুই পরিবারের সদস্যররা। বুধবার বেলা ১২টা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। শুক্রবার কুমিল্লায় কনের বাড়িতে আকদ সম্পন্ন হবে। ১৪ই নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি হলে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। ঊনত্রিশ বছর বয়সী হনুফা বেগম রিক্তার সঙ্গে রেলমন্ত্রীর পরিচয় গত তিন বছর ধরে। তবে ঘনিষ্ঠতা বাড়ে কয়েক মাস আগে বলে জানিয়েছেন মন্ত্রী। হনুফার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার দুল্লাই ইউনিয়নের মিয়াখোলা গ্রামে। তবে তিনি থাকেন রাজধানীর ফার্মগেটে। তার বাবার নাম মৃত হামিদুল্লাহ মুন্সী। গায়ে হলুদ অনুষ্ঠানে সারা জীবন হবু স্বামী রেলমন্ত্রী মুজিবুল হকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হনুফা আক্তার রিক্তা। আর রেলমন্ত্রী দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়