স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ব্রাজিল আর্জেন্টিনা প্রতিবেশী হলেও ফুটবল নিয়ে তাদের প্রতিযোগিতা বিরাট কিছু। চিরপ্রতিদ্বন্ধীদের হারানোর মজাটাই আলাদা। কমতো নয় সেই ১০০বছরের প্রতিদ্বন্দ্বীতা। একবার ব্রাজিল জিতে তো পরেরবার আর্জেন্টিনা। ইন্সটাগ্রামে নেইমারের দেয়া একটা ছবিতে তারই প্রকাশ পাচ্ছে। ভ্রমণের ক্লান্তিও যেখানে কোনো ছাপ ফেলেনি।
গত শনিবার চীনের বেইজিংয়ে বার্ড নেষ্ট স্টেডিয়ামে দিয়েগো তারদেলির জোড়া গোলে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানোর পর সিঙ্গাপুরে এক দিনের ছুটি কাটিয়েছে পুরো ব্রাজিল দল। ছুটির এক মুহূর্তে নেইমারের সেলফিতে দেখা গেল হাস্যোজ্জ্বল কাকা, রবিনিয়ো, তারদেলিদের।
এছাড়া নেইমারদের ছুটি উপভোগের আরো কিছু ছবি টুইটারে দিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা।
গত জুলাইয়ে দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল দল। এই ম্যাচটা যেন তাদের স্বরুপে ফেরা। নিজের দেশের বিশ্বকাপে চরম মার খেয়েছে ব্রাজিল। এবার যের উঠে দাড়া বার পালা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী স্টাইলিশ নতুন কোচ দুঙ্গার অধীনে টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। সে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে দুঙ্গার দল।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়