Wednesday, October 29

জমে উঠেছে বটতলা রঙ্গমেলা


কানিউজ ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে বটতলা আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব ‘বটতলা রঙ্গমেলা-২০১৪’। ২৪ তারখি থেকে শুরু হওয়া বটতলার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। উৎসবের চতুর্থ দিন, ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’-এর নাটক দক্ষিণা সুন্দরী। নাটকটির রচনা করেছেন শাহমান মৈশান এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে গীত, নৃত্য ও বাদ্য সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালী আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপকে। কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে এক জোড়া মানব-মানবী। চরিত্র দুটিতে অভিনয় করেছেন আতিকুর রহমান ও নুসরাত শারমীন। এরপর থাকছে এই উৎসবের সবচেয়ে আকর্ষনীয় অংশ ‘রঙ্গ আড্ডা’। এতে ঐদিন নির্দেশক শাহমান মৈশান ও নাট্যকার সুদীপ চক্রবর্তীর সঙ্গে দর্শকরা নাটক এর বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলতে পারবে। নাট্যশালার বহিরাঙ্গনে ঐ দিন সন্ধ্যা ৬টায় থাকছে নাটকের দল ‘তীরন্দাজ’ এর পরিবেশনায় নাটক পথ নাটক ‘অশ্রুত রূপকথা’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়