Tuesday, October 21

টোটালের প্রধান নির্বাহী রাশিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত


আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোর একটি বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ফ্রান্সভিত্তিক বৃহত্তম তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফ দে মার্গেরি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র এলেনা ক্রিলোভা। ক্রিলোভা বলেন, রাতে উড্ডয়নের সময় ক্রিস্টোফের উড়োজাহাজটির সঙ্গে বরফ-পরিচ্ছন্নকারী একটি মেশিনের সংঘর্ষ হলে দু’টিতেই আগুন ধরে যায়। এ সময় উড়োজাহাজের তিন ক্রুও নিহত হন। টোটাল রাশিয়ান শক্তি বাজারে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ক্রিস্টোফ দে মার্গেরি ইউক্রেন তার কর্মের উপর মস্কো বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার এর একনিষ্ঠ রক্ষাকর্মী ছিলেন । টোটাল রাশিয়া মধ্যে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীদের এক এবং ২০২০ দেশ থেকে তার আউটপুট দ্বিগুণ করার পরিকল্পনা করা হয় ।সূত্র বিবিসি ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়