Sunday, October 19

ফখরুলের আশ্বাসে বিদ্রোহীদের আন্দোলন স্থগিত


স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে ছাত্রদলের পদ বঞ্চিত ৫ নেতার বৈঠকের পর বিদ্রোহীদের আন্দোলন আজকের মতো স্থগিত ঘোষণা করেছে পদবঞ্চিত নেতারা। আজ সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ে দুপুর ২টা থেকে অবরুদ্ধ থাকার বিদ্রোহী নেতার বৈঠক করেন মির্জা আলমগীর । এসময় মির্জা আলমগীরের কাছে কয়েকদফা দাবি জানান বিদ্রোহী নেতারা। দাবিগুলো হলো- ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পদত্যাগ, নবঘোষিত ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে বাদ দিয়ে কমিটির পুনর্গঠন। এসময় মির্জা আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে কথা বলে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এই আশ্বাস পেয়ে বিদ্রোহী নেতারা আজকের মতো আন্দোলন স্থগিত করে নয়াপল্টন এলাকা ত্যাগ করেন। তবে তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ফের নয়াপল্টনে অবস্থান নেবেন তারা। বৈঠকে অংশ নেয়া বিদ্রোহী নেতারা হলেন- ফেরদৌস আহমদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, রাকিবুল ইসলাম রয়েল, নূরুজ্জামান মুকুট লিংকন ও মাহবুবুল আজম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়