বিনোদন ডেস্ক:
হলিউড তারকাদের বিলাসী জীবনযাপনের কথা সবাই জানেন। তবে এবার ব্র্যাড পিট তার এক ঘড়ি দিয়েই বাজিমাত করে ফেললেন তার সমকক্ষ অনেককে। তবে বিয়ের উপহার বলে কথা। আর সেই উপহারকারী যদি হয় স্বয়ং স্ত্রী তখন সেই ঘড়িটা একটু মূল্যবান হবে বৈকি। কন্টাক্ট মিউজিক ডটকম সূত্রে জানা যায়, প্যাটেক ফিলিপের ১৯৫২ সালে নির্মিত প্লাটিনাম মডেলের এ ঘড়িটির দাম পড়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার। ব্র্যাডের সঙ্গে বহুল প্রতীক্ষিত বিয়ের দিনের উপহারটি যেন সব কিছু থেকে আলাদা আর বিশেষ কিছু হয়, সেই চেষ্টাতেই জোলি এমন একটি ঘড়ি উপহার দিয়েছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়