কানিউজ ডেস্ক : আয়কর দপ্তরের মেঝেয়ে কিলবিল করছে সাপ এমনই একটি ছবি ফেসবুক টাইমলাইনে ছড়াছড়ি হচ্ছে ভারতে।
যেখানে ক্যাপশন ছিল- ‘লক্ষ্ণৌয়ের বস্তি এলাকায় এক ব্যক্তি সাপ তাড়ানোর জন্য টেবিলক্লথ ব্যবহার করছেন। বলা হয়, দুই চাষি ঘুষের দাবিতে বিরক্ত হয়ে, তিন ব্যাগ ভর্তি সাপ দপ্তরে নিয়ে যান এবং পুরো ব্যাগই সেখানে খালি করে দেন। গুনে গুনে ৪০টি সাপ ছিল ওই ব্যাগগুলোতে।’
ঘটনাটি তিন বছর আগের। ৩০ নভেম্বর ২০১১ সালে পিটিআইয়ের একটি রিপোর্টে বলা হয়েছিল, রাজস্ব দপ্তরের মধ্যে একটি বেদে সাপ ভর্তি ব্যাগ খালি করে দেন। তাঁকে জমি দিতে দেরি করছিলেন এক কর্মকর্তা। জমি সংক্রান্ত সমস্ত কাজ দ্রুত শেষ করার জন্য ঘুষ চেয়েছিলেন ওই কর্মকর্তা। দেরি হওয়ায় বিরক্ত বেদে এই কাণ্ড ঘটান।
ওই রিপোর্ট অনুযায়ী, হাক্কুল নামে এক বেদে রাষ্ট্রপতিকে জমির জন্য চিঠি লিখেছিলেন। যার উত্তরে স্থানীয় প্রশাসনকে জমি সংক্রান্ত সব কাগজ পত্র তৈরি করতে এবং ওই ব্যক্তিকে জমিদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু বেদে অভিযোগ আনেন, রাজস্ব দপ্তর তাঁর কাছ থেকে ঘুষ চাইছে, তা না-দেওয়ায় তিনি এখনো জমি পাননি।
তাই প্রতিশোধ নিতে এবং কর্মকর্তাদের ভয় পাইয়ে দিতে অফিসেই সাপ ছেড়ে আসেন তিনি। – সূত্র : এই সময়
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়