Wednesday, September 3

নূর হোসেনকে ফেরতের ব্যাপারে একমত ঢাকা-দিল্লি


স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কারাগারে আটক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়ার বিনিময়ে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরানোর ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দুদেশের মধ্যে ১৫তম সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র সচিব জানান, বৈঠকে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করার ব্যাপারে আলোচনা হয়েছে। অন্যদিকে নূর হোসেনকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এ বিষয়েও কথা-বার্তা হয়েছে। ভারত তাদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দেবে। এছাড়া বৈঠকে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন ও স্থল সীমানা চুক্তি বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান। এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ছাড়াও ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীসহ দুদেশের বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়