Monday, September 22

স্ত্রীকে খুনের পর থানায় স্বামীর আত্মসমর্পণ


স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ির পুবাইল এলাকায় স্ত্রীকে খুনের পর থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করেছেন। নিহতের নাম সুরভী আক্তার (২৫)। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামীর নাম সাজ্জাদুল ইসলাম রাসেল (৩৮)। গতকাল দুপুরে তিনি যাত্রাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তাদের চার বছর ও পনের দিন বয়সী দুটি সন্তান রয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, যাত্রাবাড়ীর ৩২৯/১/এ পুবাইল এলাকায় স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন সুরভী। ছয় বছর আগে রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার সারা রাত তারা স্বামী স্ত্রী ঝগড়া করেন। একপর্যায়ে ভোর ৪টার দিকে রাসেল হাতুড়ি দিয়ে সুরভীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাসেল তার বাসা থেকে বেরিয়ে যান। পরে বিষয়টি ওই ভবনে থাকা আত্মীয়-স্বজনরা জানতে পেরে থানাকে জানায়। গতকাল সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে ওই বাসা থেকে সুরভীর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, পাঁচতলা ওই বাসার চতুর্থ তলায় থাকতেন রাসেল-সুরভী দম্পতি। অপর তলাগুলোতে রাসেলের আরও চার ভাই থাকতেন। পেশায় ব্যবসায়ী রাসেল স্ত্রীকে হত্যার পর দুপুরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় রাসেল দাবি করেন, রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী সুরভী তাকে হাতুড়ি দিয়ে মারতে আসে। তার শরীরে দু’বার আঘাত করার পর রাগের বশবর্তী হয়ে স্ত্রীর কাছ থেকে হাতুড়ি কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, পারিবারিক কলহের জের ধরে সুরভীকে হাতুড়ি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে তার স্বামী রাসেল। এ ঘটনায় যাত্রবাড়ী থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নিহতের বড় ভাই শামসুজ্জামান জানান, রাসেল মাদকাসক্ত। অকারণে সে সুরভীকে মারধর করতো। যে কারণে তাদের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। এজন্য সুরভী একবার রাগ করে আমাদের কাছে চলে আসে। পরবর্তীতে রাসেলের ভাইদের হস্তক্ষেপে সুরভী আবার ফিরে যায়। তিনি বলেন, এই ফিরে যাওয়াটাই কাল হলো। দুটি ছোট বাচ্চা রেখে আমার বোনকে সে খুন করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়