Saturday, September 20

টেন্ডুলকার পুত্রের কীর্তি


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: পিতা শচীন টেন্ডুলকার ছিলেন সারা বিশ্বে ক্রিকেটে ব্যাটিংয়ে বিষ্ময়। সব ফরম্যাটেই সেরা। অবসর নিয়েছেন বেশদিন হয়নি। তার একমাত্র ছেলে অর্জুন টেন্ডুলকার বাবার পথেই হাঁটছেন। মুম্বাইয়ে স্ম্যাশ মাস্টার ব্লাস্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪২ বলে ১১৮ রান করেছেন তিনি। এই টুর্নামেন্টে সিমুলেটরের মাধ্যমে ব্যাটিং দক্ষতার পরীক্ষা নেয়া হয়। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৬ বিভাগে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে অর্জুন এমন কীর্তি গড়েন। ছেলের এমন কীর্তিতে খুশি শচীনও। নিজের সেই খুশির কথা টুইটারেও জানান ক্রিকেটের অনেক রেকর্ডই নিজের করে নেয়া ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়