Sunday, September 21

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত


স্টাফ রিপোর্টার : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুরকি এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে লেবু মিয়া একজনের পরিচয় জানা গেছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী কাভার্ড ভ্যান ও টাঙ্গাইলগামী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে লেবু মিয়ার দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা লেবু মিয়াসহ কযয়েকজন আহত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়