লাইব্রেরি থেকে বই আদান-প্রদানের অ্যানালগ সিস্টেমকে বিদায় জানাতে এল নতুন একটি অ্যাপ। 'বুকমার্ক' নামের এ অ্যাপের মাধ্যমে বইয়ের ভেতরে এবং গ্রাহকের কাছে কাগজের রসিদের বদলে থাকবে একটি করে আরএফ আইডি কার্ড। কার্ডটি আরএফ আইডি রিডারে স্ক্যান করলেই বইটির ডাটা এন্ট্রি হয়ে যাবে। আবার বইটি ফেরত দেয়া হলে আরএফ আইডি রিডার গ্রাহকের তথ্যটি মুছে দেবে। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার কবির ও সৈয়দ ইমাম হাসান এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের রাকিন হায়দার অ্যাপটি বানিয়েছেন। রাকিন জানান, অ্যাপটির মাধ্যমে যে কোনো লাইব্রেরির বই আদান-প্রদান সহজে ডিজিটালাইজ করা যাবে। এমনকি এটি দিয়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও নির্ণয় করা যাবে। -ফখরুদ্দিন মেহেদী
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়