Tuesday, September 16

পশ্চিমবঙ্গে বিজেপি ১টি আসনে জয়ী


কলকাতা প্রতিনিধি ; ভারতের অন্যত্র উপনির্বাচনের ফলাফলে বিজেপি ভাল ফল করতে না পারলেও পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন জয়লাভ করেছে। গত লোকসভা নির্বাচনের ফলাাফলে বিজেপির ভোট বৃদ্ধির যে ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া গিয়েছিল তাই প্রতিফলিত হয়েছে সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগণার বারাসাত দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনের ফলে। এই আসন থেকে বিজেপির শমীক ভট্টচার্য্য তৃণমূল কংগ্রেস প্রার্থী ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে পরাজিত করে ১২০০ ভোটে জয়ী হয়েছেন। আর এই আসনটি দিয়েই রাজ্য বিধানসভায় প্রবেশ করল বিজেপি। গত লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে শমীক ভট্টাচার্যই প্রার্থী ছিলেন। তবে সেবার তিনি পরাজিত হলেদক্ষিণ বারাসাতে বিজেপি এগিয়েই ছিল। অন্যদিকে কলকাতার চৌরঙ্গী আসনটি ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই আসনে নয়না বন্দ্যোপাধ্যায় ১৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রীতেশ তিওয়ারিকে পরাজিত করেছেন। বামেদেও করুণ অবস্থা যথারীতি বজায় রয়েছে। তবে বসিরহাটে প্রায় সব রাউন্ডের গণনায় র্তনমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকলেও শেষ রাউন্ডের গণনায় তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসকে নাটকীয়ভাবে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। এই আসনটি আগে ছিল বামদের। অন্যদিকে চৌরঙ্গী কেন্দ্রের গণনায় প্রথমে কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও পরে বিজেপি চলে এসেছিল দ্বিতীয় স্থানে। তবে নবম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না মাত্র ১১৭৭ খোটে এগিয়ে থাকলেও দশম রাউন্ডের শেষে প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়