Monday, September 15

কানাইঘাটে ৯ ইউনিয়নের আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক: দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বিলুপ্তি করা হয়েছে। গত শনিবার বিকেল ২টায় পৌর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ ৯টি ইউপির কমিটি বিলুপ্তি করে শীঘ্রই শক্তিশালী আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে রফিক আহমদ, অধ্যাপক লোকমান হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট মামুন রশিদ, ফখর উদ্দিন শামীম, শ্রী রিংকু চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুবেশ্বর আলী চাচাই, গিয়াস উদ্দিন চৌধুরী, মর্তুজ আলী, আব্দুল খালিক, আব্দুল লতিফ প্রমুখ। সভায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করে নাম ভাঙ্গিয়ে যারা লোভাছড়া পাথর কোয়ারীতে সরকারী রাজস্ব লুটপাট করছে তাদের সাথে উপজেলা আওয়ামীলীগের কোন দায়িত্বশীল নেতারা জড়িত নয় উলে¬খ করে লুটপাটের নিন্দা জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়