Monday, September 15

কানাইঘাটে মাসুম হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেফতার


কানিউজ ডেস্ক: কানাইঘাটের হাসান মাহমুদ মাসুম হত্যাকান্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরীর উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মনজুর আহমদ মঞ্জু। সে জৈন্তাপুর উপজেলার বালিগ্রামের হাছন আলীর পুত্র। জানা গেছে, সম্প্রতি কানাইঘাটে গলাকাটা এক লাশ উদ্ধার করা হয়। পরে লাশ সনাক্ত করেন নিহতের স্ত্রী নাদিরা বেগম রুমি। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে ডিবির ওসি ইউনুস মিয়া জানান, মামলাটি ডিবিতে স্থানান্তরের পর মোবাইল ফোনে কললিস্ট সনাক্ত করা হয়। কললিস্টের সূত্র ধরেই হত্যাকান্ডে জড়িত সন্দেহে মঞ্জুর আহমদ মঞ্জুকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান গ্রেফতারকৃত মঞ্জুরের সাথে হাসান মাহমুদ মাসুমের টাকা নিয়ে বিরোধ ছিল। মঞ্জুরের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও কতোয়ালী থানায় অপহরণ মামলা (মামলা নং ৯৩ (০৫) ১১) ও জৈন্তাপুর থানায় মাদক মামলা (মামলা নং ০৩ (১১) ১৩) রয়েছে। তাকে কতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (আজ সোমবার) তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ডিবির ওসি ইউনুস মিয়া। মঞ্জুরকে গ্রেফতার মিশনে নেতৃত্ব দেন এসআই মো: আলী খান। খবর--সিলেটের ডাক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়