Monday, September 29

শুধু বিমান হামলায় আইএস দমন সম্ভব নয়


কানিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যাপক ক্ষতি করা হয়েছে, তবে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে তাদের দমন করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক সমাধানের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। খবর বিবিসি। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডিম্পসে বলেছেন, সিরিয়া আর ইরাক, উভয়ক্ষেত্রেই ভূমিতে সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়েছে। এদিকে রাশিয়া হুশিয়ারি জানিয়েছে যে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র আর আরব দেশগুলোর বোমা হামলার অর্থ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সিরিয়ায় যেকোনো হামলা চালানোর আগে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সম্মতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়