Monday, September 22

‘অবৈধ সরকার রাষ্ট্রের অর্থ যথেচ্ছ অপব্যয় করছে’


স্টাফ রিপোর্টার : জনগণের মেন্ডেটবিহীন বর্তমান অবৈধ সরকার রাষ্ট্রীয় অর্থ যথেচ্ছভাবে অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৮০ জনের বিশাল বহন নিয়ে গেছেন। অতীতে এত দীর্ঘ বহন নিয়ে কোন প্রধানমন্ত্রী যাননি। এছাড়া ওই বহরে রয়েছেন ৯ জন মন্ত্রীর স্ত্রী, প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন ও ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী সচিব। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রের কোষাগারের অর্থ যথেচ্ছভাবে ব্যয় করছে তারা। আজ বিকালে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী হরতাল চিত্র জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে দাবি করে মির্জা আলমগীর বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের প্রতিবাদে ২০ দলের ডাকা আজকের হরতাল সারা দেশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এজন্য জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে অভিনন্দন জানান তিনি। হরতালের হামলা ও গ্রেপ্তারের অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০ দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করলেও সরকারের পেটুয়া বাহিনী বিরোধী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। পুলিশ যুবদল নেতাকে পায়ে ঠেকিয়ে গুলি করে আহত করেছে। হরতালকে কেন্দ্র করে গত দুদিনে সারা দেশে ৩৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৩২ জন আহত হয়েছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। বিচারপতিদের অভিশংসন বিল পাসের প্রতিবাদে ২০ দলীয় জোট আর কোন কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে মির্জা আলমগীর বলেন, আগামীকাল বিএনপি চেয়ারপারসনের ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা রয়েছে। এছাড়া আগামী ২৭শে সেপ্টেম্বর জামালপুরে আরেকটি জনসভা রয়েছে। ওই জনসভাগুলোর পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়