জমিয়তে উলামা বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্ঠা, পূর্ব সিলেট আযাদ দ্বীনী আরবী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি, কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রীস শায়খে লীপুরী হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট সিটির সেবা পলি কিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসী, শিক্ষক তালাবা এবং দলীয় নির্দলীয় সকল নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। তাঁর সু-চিকিৎসা ব্যাপারে সার্বক্ষনিক খোজ-খবর নিতে প্রতিদিন শত শত ছাত্র/শিক্ষক বিভিন্ন পেশাজিবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সেবা পলি কিনিকে ভিড় করছেন। অদ্যাবধি পর্যন্ত আল্লামা লক্ষ্মীপুরীকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওঃ আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, সিনিয়র সহ সভাপতি মাওঃ শফিকুল হক্ব আমকুনী, সাবেক সহ সভাপতি মাওঃ ইউসুফ শ্যামপুরী, সহ সভাপতি মাওঃ শামছুদ্দীন, সহ সভাপতি মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, সহ সভাপতি মাও. হিলাল আহমদ, কেন্দ্রীয় মহা-সচিব মাও. নজরুল ইসলাম তোয়াকুলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী, দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া, আঙ্গুরা মাদরাসার মুহতামিম মাও. জিয়া উদ্দীন, জমিয়ত নেতা মাও.আবুল হোসাইন চতুলী, যুব নেতা মাও.হাফিজ আহমদ সগীর, বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা আলহাজ্ব এম. এ মোমিন চৌধূরী, বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব জনাব আব্দুল কাহির চৌধূরী, কানাইঘাট পৌর মেয়র জনাব লুৎফুর রাহমান, জননেতা এডভোকেট মুহাম্মদ আলী, সাবেক ছাত্র নেতা জনাব মস্তাক আহমদ পলাশ, সিলেট বানীর নির্বাহী সম্পাদক জনাব এম এ হান্নান সহ হযরতের ভক্ত অনুরক্ত হাজার হাজার আশেকান। সকলেই মহান রাব্বুল আলামিনের কাছে হযরতের আশু রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার চিকিৎসার খোজ খবর নেন। (প্রেস বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়