স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেলের খবর পেয়ে বুধবার রাজধানীর বাড্ডায় এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মো. আদনান আলী মেহেদী নামের ওই ছাত্র মধ্য বাড্ডার প/৭৬/১ নম্বর বাসার রফিকুল ইসলামের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকাল চারটায় মেহেদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করেছে জেনে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয় মেহেদী। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ততক্ষণে সে মারা যায়।
রাজধানীর মালিবাগ মোড়ে ঢাকা বিজ্ঞান কলেজ থেকে মেহেদী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এক ভাই এক বোনের মধ্যে মেহেদী ছোট।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়