বিনোদন ডেস্ক: ইয়াবা পাচার মামলায় চিত্রনায়িকা সিলভী আজমী ও পরিচালক জিএম ছারওয়ারসহ ৭ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সঠিক সময়ে আদালতে উপস্থিত না হওয়া কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট আদালত এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইয়াবা পাচার মামলায় (জিআর মামলা ৯৪৬/১১) বুধবার দুপুর ১২টায় ওই আসামীদের আদালতে হাজির হওয়া থাকলেও তারা ২টার দিকে আদালতে হাজির হন। আদালতে বিলম্বে উপস্থিত হওয়ায় তাদের বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরও দুই আসামী দেলোয়ার ও কাজী জামাল এসময় আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে চিত্রনায়িকা সিলভীসহ ওই ৭ আসামীকে আটক করা হয়। এই মামলা তারা দীর্ঘদীন কারাগারে আটক ছিলেন। কিছুদিন আগে তারা জামিনে মুক্তি পান।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়