Tuesday, August 12

অবৈধভাবে নূর হোসেনকে সুবিধা দিয়েছে আইভী: শামীম ওসমান


কানিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ আলোচিত সাত খুনের সঙ্গে নূর হোসেন কোন না কোনোভাবে জড়িত রয়েছে। তাকে অবৈধভাবে নানা সুবিধা দিয়েছিল নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী। মঙ্গলবার সচিবালয়ে সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রনালয় কতৃক গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন নারায়ণগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, আমি কমিটির কাছে গ্রেটফুল। আমি কিছু দিন ধরে চাইছিলাম যেন কমিটি আমাকে ডাকুক। তাই আমাকে ডাকায় আমি কৃতজ্ঞ। আমি সাত খুনের দিন বলেছিলাম শষের মধ্যে ভূত আছে। আমি এই কথাটি ঐদিন বলেছিলাম। সেটি আপনারা শুনেছেন। আপনারা জানেন যে র‌্যাবের সদস্যরা ঘটনার বর্ণনা দিয়েছিলেন। আমার কথা সত্যি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এক ঘণ্টার মধ্যে ঘটনা জানি নাই। আমি আধঘণ্টার মধ্যে ঘটনা জেনেছি। আমাকে সাধারণ মানুষ জানিয়েছে। আমি বলেছি তাকে কারা উঠিয়ে নিয়ে গিয়েছে সেটা আমি জেনেছি। নারায়ণগঞ্জের মেয়র আইভীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আইভী বলেছে গডফাদার জড়িত। আমার নাম বলেনি। তবে পরোক্ষভাবে আমাকে দায়ী করেছে আইভী। ঠিক যেই মুহুর্তে আমি বলেছিলাম র‌্যাব জড়িত। আইভী জানিযেছিল,র‌্যাব করেনি। আমার কথাই ঠিক হয়েছে। আমি আইভীকে ঐ লেভেলের মানুষ মনে করি না। তাকে আমি গুরুত্ব দেই না। সে একজন দুর্নীতিবাজ মহিলা। তিনি বলেন, আমি বলবো তদন্ত কমিটির উচিত আইভীকে উঠিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা।এ বিষয়ে তার কাছে কি কি তথ্য প্রমাণ আছে। তিনি নূর হোসেন সম্পকে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন ও শালিস কমিটির সভাপতি নূর হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন আইভী। এছাড়া অবৈধ স্থাপনা কমিটি উচ্ছ্বেদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। তাহলে নূর হোসেন কার লোক? নূর হোসেন তো আইভীর লোক। তাকে সকল অবৈধ সুবিধা দিয়েছে মেয়র।ঘটনার কয়েকদিন আগে আইভীর সঙ্গে নজরুলের ঝগড়া হয়েছিল। সে সময়ে নূর হোসেন আইভীর পক্ষ নিয়েছিল। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের নায়কদের নারায়ণগঞ্জে বেশি আনাগোনা। ২৬ টি ইট সহ সাতটি ভেসে উঠা বা এ ঘটনার মধ্য দিয়ে রাস্ট্রকে অস্তিতিশীল করার চেস্টা হতে পারে। তিনি বলেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে কালই নূর হোসেনকে ফিরিয়ে আনতাম। কারণ নূর হোসেন ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়