সফিকুল হাসান সোহেল,ঢাকা:দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস থেকে বাদ পড়েছে বাংলাদেশের ৯টি ডিসিপ্লিন। এই সিদ্ধান্তে সাধুবাদ পাবার যোগ্য দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ। দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়ামোদি মহলের দাবি ছিলো অহেতুক কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানো বন্ধ করা। লাটবহর নিয়ে শুধুমাত্র দেশের মান ইজ্জতই বিসর্জন দেয়া হয়। স্বাধীনতার ৪২ বছর পরও কতকগুলো বাদে বিভিন্ন ইভেন্টে একটি পদক পাবার জন্য হা পিত্যেশ করা হচ্ছে। অথচ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনের নামে দেশের কোটি কোটি টাকা পানিতে ফেলা হচ্ছে।
মিটে নামার পর ফলাফল শিটে দেখা যায় সবচেয়ে পেছনে বাংলাদেশের প্রতিযোগির নাম। এবার বোধদয় হয়েছে বিওএ এর। দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক করার এটাই সাহসী সিদ্ধান্ত। এটা যেন অব্যাহত থাকে এটাই সবার দাবি। সদ্য সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাজে পারফরম্যান্স করায় অ্যাথলেটিক্স, সাইক্লিং, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, কুস্তি, জিমন্যাস্টটিক্স, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ডিসিপ্লিন বাদ দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বুধবার বিওর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে ২১টি ডিসিপ্লিনের অনুশীলন শুরু করেছিল বিওএ। এদের মধ্যে ১০টি ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন কমনওয়েলথ গেমসে। বাকী ১১টি ডিসিপ্লন ও কমনওয়েলথে অংশ নেয়া ১০টি ডিসিপ্লিন মিলিয়ে ২১টি ডিসিপ্লিনেই এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার কথা ছিল দেশের ক্রীড়াবিদদের। কিন্তু কমনওয়েলথ গেমসে শুধু শ্যূটিং ছাড়া অন্য ডিসিপ্লিনগুলোতে দেশের ক্রীড়াবিদরা হতাশাজনক পারফরম্যান্স করায় ৯টি ডিসিপ্লিনকে এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ দিয়েছে বিওএ। বুধবার বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এশিয়ান গেমসে অংশ নেয়ার সুযোগ পাওয়া অন্য দলগুলো হল- আরচ্যারী, ফেন্সিং, গলফ, কারাতে, শ্যূটিং, তায়েকোয়ানদো, বীচ ভলিবল, উশু, ফুটবল, ক্রিকেট, হকি ও কাবাডি।তবে দেরীতে এ সিদ্ধান্ত নেয়ায় সমালোচনার মুখে পড়েছে বিওএ। তবে এ সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ নীতির বাইরে যায়নি বলে মন্তব্য করেছেন তিনি।
জিমন্যাস্ট সাইক সিজার বাদ পড়ায় দূঃখ প্রকাশ করে সৈয়দ শাহেদ রেজা বলেছেন, কমনওয়েলথ গেমসে যারা খারাপ করেছে তারা এশিয়ান গেমসে অংশ নিতে পারছে না। আমরা নীতির বাইরে যাইনি। তিনি আরও বলেছেন, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য আমরা ২১টি ডিসিপ্লিন ঠিক করেছিলাম। কমনওয়েলথ গেমসে ৯টি ডিসিপ্লিন কিছুই দিতে পারেনি। তাই তাদের বাদ দেওয়া হয়েছে। আমি পদক আনতে বলছি না। সম্মানজনক একটা স্থানে যেতে পারলেই হত। এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পাওয়া ডিসিপ্লিনগুলোকেও সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, কমনওয়েলথ গেমস থেকে এশিয়ান গেমস অনেক কঠিন। যারা এশিয়ান গেমসে খারাপ ফল করবে তারা ভবিষ্যতে বাদ পরবে। তবে আঞ্চলিক গেমসগুলোতে আমি চেস্টা করবো যত বেশি ডিসিপ্লিন খেলানো যায়। অনেক ফেডারেশনের অভিযোগ তাদের অনেকেই এন্ট্রি পাঠিয়ে দেয়া হয়েছিলো। এ সিদ্ধান্তটা একটু আগে নেয়া হলে দেশের মান ইজ্জত রক্ষা করা যেত। যা হউক এখন থেকে একটা ক্রাইটেরিয়ার ভেতর গেলে দেশের মান সন্মানের ভরাডুবি আর ঘটবে না।
এশিয়ান গেমসের চূড়ান্ত তালিকা : আরচ্যারীতে ৪জন মহিলা খেলোয়াড়, ৪জন পুরুষ খেলোয়াড় ও অফিসিয়াল ৩জন, ফেন্সিংয়ে ১জন খেলোয়াড় ও ১জন অফিসিয়াল, গলফে ২জন পুরুষ ও ২জন মহিলা গলফার ও ১জন অফিসিয়াল, কারাতেতে ২ জন খেলোয়াড় ও একজন অফিসিয়াল, শ্যূটিংয়ে ৬জন মহিলা, ৬জন পুরুষ শ্যূটার ও ৩ জন অফিসিয়াল, তায়কোয়ানদোতে ২জন মহিলা, ২ জন পুরুষ খেলোয়াড় ও ২জন অফিসিয়াল, বীচ ভলিবলে ২জন খেলোয়াড় ও ১ জন অফিসিয়াল, উশুতে ২জন খেলোয়াড় ও ১জন অফিসিয়াল, ফুটবলে ২০জন খেলোয়াড় ও ৪জন অফিসিয়াল, ক্রিকেটে ১৫জন মহিলা ও ১৫জন পুরুষ ক্রিকেটার এবং ১৪জন অফিসিয়াল, হকিতে ১৬জন খেলোয়াড় ও ৪জন অফিসিয়াল, কাবাডিতে ১২জন মহিলা ও ১২জন পুরুষ খেলোয়াড় ও ৪জন অফিসিয়াল। ১২টি ডিসিপ্লিনে খেলোয়াড় ও অফিসিয়াল মিলিয়ে মোট ১৬৪ জনের বহর। এরপর বিওএর কর্মকর্তারা রয়েছেনই।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়