Sunday, August 10

ইবোলা প্রতিরোধে সকল বন্দরে থাকবে চিকিৎসক টিম


কানিউজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস প্রতিরোধে দেশে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে চিকিৎসক টিম কাজ করবে। ৯০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় রবিবার এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাণঘাতী ইবোলা ভাইরাস আফ্রিকা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আন্তর্জাতিক সতর্কতা জারি করার পরেই উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়