Sunday, August 10

নারায়ণগঞ্জে সাত খুন: আইভী-শামীমকে তলব


ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভীকে সোমবার এবং সাংসদ শামীম ওসমানকে মঙ্গলবার সচিবালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মো. মহীউদ্দীন রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে সোমবার সকা্ল ১০টায় আইভী এবং মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কমিটি এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে। ভারতে গিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মহীউদ্দীন বলেন, এটি এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে আছে। তবে বেশি দেরি হলে আমাদের যাওয়া সম্ভব হবে না। হাই কোর্টে কয়েক দফা অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে এই তদন্ত কমিটির। তবে সদস্য সচিব আশা করছেন, নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন দাখিল করবে সক্ষম হবে। নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে তদন্ত কমিটি করে সরকার। এই কমিটি গণতদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের অপহারণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন করবে। অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না- এই কমিটিকে তাও খতিয়ে দেখতে বলেছে আদালত। নূর হোসেনকে ধরতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ। গত ১৫ জুন কোলকাতায় ‍নূর হোসেন গ্রেপ্তার হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়