কানিউজ ডেস্ক: বিবাহিত অভিনেত্রীরা বলিউডে কদর পান না। এই অভিযোগ বহুদিনের। তবে তা একেবারেই খাটেনি কারিনা কাপুরের ক্ষেত্রে। বিয়ের পরও আমির, সালমান, অজয় দেবগানের বিপরীতে চুটিয়ে কাজ করেছেন কারিনা। ফলে হাবি সাইফকে সময়ই দিতে পারছেন না তিনি।
দু'বছর আগে বিয়ের পরই আমিরের সঙ্গে তালাস ছবিতে কাজ করেন কারিনা। দাবাং টু-তে আইটেম নম্বর, অমিতাভ বচ্চনের সঙ্গে সত্যগ্রহ। মু্ক্তির অপেক্ষায় অজয় দেবগানের বিপরীতে সিংহম রিটার্নস। এরপর রয়েছে সালমানের বিপরীতে বজরঙ্গি ভাইজান।
পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে কারিনা বলেন, "আমি খুশি যে বিয়ের পর বড় বাজেটের ছবিতে অজয়, সালমানের সঙ্গে কাজ পাচ্ছি। বিবাহিত হওয়া কোনও অপরাধ নয়। এর সঙ্গে আমার ক্যারিয়ারের কোনও সম্পর্ক নেই।। বলিউড বদলাচ্ছে।"
তবে গত ৫ মাস ধরে এতটাই ব্যস্ত যে বাড়িতে একেবারেই সময় দিতে পারছেন না বলে দুঃখপ্রকাশ করেন কারিনা। বলেন, "বিয়ের পর আমার ব্যস্ততা বেড়েছে। গত ৫ মাস এতোটাই ব্যস্ত যে সাইফের অভিযোগ আমি ওকে সময়ই দিচ্ছি না। তাই ভেবেছি এবার দেড় মাসের ছুটি নিয়ে বেড়াতে যাব।"
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়