Tuesday, August 12

বাবার খোঁজে আলিয়া!


বিনোদন ডেস্ক: কী দুঃখ আলিয়া ভাটের! বলিউডের কেউ এই মিষ্টি মেয়েটার বাবা হতে চাইছে না। যাঁর হাত ধরে এই অভিনয় জগতে এসেছিলেন আলিয়া, সেই করণ জোহর প্রথমেই না করে দিয়েছেন আলিয়ার বাবা হতে। তাই আলিয়া মনের দুঃখে নিজের বাবা হওয়ার প্রস্তাব দেন গোবিন্দা’কে। প্রথমে রাজি হলেও পরে বাবার ভূমিকায় কাজ করতে নারাজ গোবিন্দা সেট ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত সাজিদ খানকে আলিয়ার বাবা হওয়ার প্রস্তাব দিলে তিনিও ‘আগামী ছবির চিত্রনাট্যে ব্যস্ত’ এইরকম অজুহাত দেখিয়ে সরে যান। এখন মাথায় হাত পড়েছে ‘শানদার’ ছবির পরিচালক বিকাশ বহেলের, কি করে জোগাড় করবেন আলিয়ার বাবাকে। নিজের ড্রিমহিরো বা স্বপ্নের নায়কের সঙ্গে সিনেমা করার সুযোগ পেলেও কিছুতেই খুঁজে পাচ্ছেনা। সূত্রের খবর, এখন আলিয়া, বিকাশ যৌথভাবে আলোচনা করে ঠিক করছেন ছবিতে কে আলিয়ার বাবা হতে রাজি হবেন এবং আলোচনায় বলিউডের ঐতিগ্যশীল বাবা আলোকনাথের কথাও উঠে এসেছে। এখন দেখার বলিউডের এই টিনএজ হার্টথ্রব আলিয়া ভাটের বাবা হতে বলিউডের কোন শিল্পী রাজি হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়