Sunday, August 10

শোষণের মানসিকতা ভুলে জনপ্রসাশন গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর


স্টাফ রিপোর্টার: শোষণের মানসিকতা ত্যাগ করে আধুনিক ও জনমুখি প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাভারে লোক জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, গত অর্থবছরে শতকরা ৯৫ ভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুও নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হবে বলে জানান তিনি । পরে ২১টি ক্যাডারের ২৬৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে প্রজা তথা জনগণের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। কারণ এ প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। কাজেই তাদের উন্নয়নের জন্য কাজ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজে করতে হবে। দেশের জন্য কাজ করার অর্থ হচ্ছে আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য কাজ করা। আপনি কেমন দেশ ও সমাজ তাদের জন্য রেখে যেতে চান তেমন একটি চিন্তা চেতনা আপনার মধ্যে থাকতে হবে। আর এ লক্ষ্যকে সামনে নিয়ে দেশের সেবক হয়েই আপনাকে কাজ করে যেতে হবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়