Wednesday, August 13

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৫


পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রিপুলি বিভাগের নাজমুল হোসেন ও রাফিউজ্জামান, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ, ছাত্রদলের প্রচার সম্পাদক আজিজুল হাকিম জিহাদ, সহ-সম্পাদক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহেল সেলিম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদষ্টো ড. হাবিবুল্লাহ জানান, ফেসবুকে একটি কমেন্টস দেয়াকে কেন্দ্র করে অথীনীতি বিভাগের এক শিক্ষার্থীকে কয়েকজন শিক্ষার্থী মারপিট করাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে দুই গ্রুপ পৃথক ভাবে ক্যাম্পাসের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়